যারা কবিতা লিখে তাদেরকে বলা কবি,
কবিরা সর্বদা চিন্তা করেন তার মানুষ দেশ ও সমাজকে নিয়ে।
তারা তাদের নিজের কথা ভাবেন না।
এই দেশে বহু কবি আছেন,
কিন্তু কোনো কবির ভবন নেই,
যেখানে এসে এক হবে সকল কবিরা।
কিন্তু এই দেশে সাংবাদিকদের ভবন আছে, আছে মন্ত্রী ভবন।
কিন্তু কোনো কবি ভবন নেই,
যারা অন্যায়ের কথা বলে,
সত্যের পথে লড়ে তাদের কোনো জায়গা নেই।
এক সঙ্গী হয়ে যে তারা এক কাপ চা খাবে সেই জায়গা নেই,
কেমন হতো যদি একটি কবিদের নির্দিষ্ট কবি ভবন থাকতো।