একজন কবি যে রকমেই কবিতা লিখোক সেটা হতে হবে মাদুর্য্য,
একজন কবির কবিতা হোক সেটা বিদ্রোহী,
কিংবা প্রতিবাদী, প্রেম,যেমনেই হোক,
কবিতার মাঝে থাকতে হবে ভাব কিংবা সারমর্ম।
একজন কবির কবিতা সমাজটা পাল্টে দিতে পারে।
দেশকে উন্নয়নের মাঝে দাঁড়াতে পারে।
একজন কলম সৈনিক যখন সে কবিতা লিখতে বসে চারদিক দিয়ে চিন্তা বা ভাবনা করতে হয়।
কেমন হবে কবিতা, কেমন হবে কবিতা ।
কেমন করে সমাজের কাছে তুলে ধরতে পারে সমাজ প্রতিচ্ছবিটা।