পৃথিবীর জন্মলগ্ন শুরু থেকে যত কবিগণ এসেছেন এই - ধরা'র বুকে,
তারা কেউ মৃত নয়।
যদিও তারা মরে গেছে, তাতে তারা বেঁচে আছেন শুধু সৃষ্টির মাধ্যমে।
তারা শত বছরের পর বছর বেঁচে থাকে মানুষের মাঝে।
সাধারণ একজন মানুষ মরে গেলে তাকে কেউ আর মনে রাখে না,
আর অন্য দিকে একজন কবিকে বছরের পর বছর বেঁচে থাকে।
সে তার কবিতার জগৎ দিয়ে,
মানুষের অন্তরের অন্তস্তলে।