কবিতা হোক আগামী দিনের পথচলার একটি ঘাঁটি,
কবিতা হোক মানবতার চাবিকাঠি।
কবিতা হোক অন্যায়ের বিরুদ্ধে,
কবিতা হয়ে উঠুক এই সমাজের নির্যাতিত মানুষের কথা।
কবিতা হোক দুর্নীতির বিরুদ্ধে।
কবিতা লেখা হোক দেশ বিরোধীদের সম্পর্কে যেন গোটা সমাজ সভ্যতা জানতে পারে।
কবিতা হোক এই সমাজকে লুটপাট করার বিরুদ্ধে।
যারা এই সমাজের গরীবের হক খেয়ে পেট বড় করছে,
কবিতা হোক ঘুষ কারীর বিরুদ্ধে।
কবিতা লেখা হোক এই সমাজের চাঁদাবাজি করার বিরুদ্ধে।
কবিতা লেখা হোক যারা ন্যায বিচার করে না।
কবিতা লেখা হোক যারা এই সমাজে আঙুল তুলে কথা বলে।
কবিতা হোক যারা গরীবের হক নষ্ট করে।
কবিতা লেখা হোক এই গোটা বিশ্বের যারা দুর্নীতির সাথে সম্পর্ক।