কখন আসবে বসন্ত এই বাংলার বুকে,
বাংলার মানুষ তোমায় খুঁজে ফিরে।
কখন আসবে হে বসন্ত কাল,
তোমার জন্য কাঁদে আমার প্রাণ।
শুধু তোমার জন্য হে বসন্ত-
সবাই তোমার জন্য করছে অপেক্ষা।
বসন্তের সেই মৃদু হাওয়া আমার খুব ভালো লাগে,
বসন্তের সেই নিরন্ত বিকেল আর পাখির কিচিরমিচির শুনতে আমার ভালো লাগে।
সকাল বেলা আর বিকেলের কোকিলের ডাক কতই মধুর স্বরে ডাকে,
চারদিকে ফুটে শিমুলের ফুল সেই তার পাখিদের ডাক জাকিরুল কে খুব মুগ্ধ করে।
যেন মন চায় বসন্ত তোমাকে সারা বছর ধরে রাখি।
বসন্তের সেই আকাশে সাদা রংঙের হাসি
সত্যিই আমি মুগ্ধ হই।
আর কতো দেরি হে বসন্ত,
আরো কতো অপেক্ষা করতে হবে তোমার জন্য - বসন্ত?
পাখিদের কলবর চারদিকে খরানি পোকার আওয়াজ শুনতে খুবই ভালো লাগে,
জানি না আর কত দিন অপেক্ষা।
তোমার জন্য কাঁদছে দেখো এই বাংলার মানুষ,
তোমার অপেক্ষায় আছে কোকিল আর শিমুল ফুল।
বসন্তের সময় চারদিকে সবুজ মাঠের খেলা,
সেই চারদিকে বিকেলের আর চারপাশে কোকিলের কুহু কুহু ডাক শুনতে ভালো লাগে।