কোনো একদিন রেললাইনের পাশে
সেই পরন্ত বিকেল,
তোমার অপেক্ষাতে বসে, হাজার বছর ধরে।
বসে আছি,তুমি আসবে বলে, প্রিয়তমা।
খুঁজে ফিরেছি শহরের পর শহর, গ্রামের পর গ্রাম,
জড়িয়েছি অর্শ ঝরে শরীর ঘাম,
শুধু তোমার অপেক্ষায়।
সেই সরু রেলপথ দিয়ে হেঁটে আমার পায়ে,
ফুসকা ধরেছে গেছে একের পর এক,
শুধু তোমার অপেক্ষাতে।
তোমাকে খুঁজি নাই, এমন কোনো দেশ বা জায়গা নাই,
খুঁজে ফিরেছি সারা বিশ্বে,
শুধু তোমার এক মোটো প্রেমের জন্য।
তোমায় খুঁজে ফিরেছি, সাত সাগরের মাঝি হয়ে,
তোমাকে খুঁজেছি আমি বিমান পাইলট হয়ে,
আকাশ পথ ধরে,
শুধু তোমায় ভালোবাসি বলে।
কোনো একদিন জানি আসবেই টিকেই,
যেদিন থাকবো না আমি এই ভুবনে।