তুমি কোথায়?  হে স্বাধীনতা!
তোমাকে খুঁজে মরেছি, আমি শতবার,
শুধু একটি দেশের জন্য,
শুধু একটি ফুলের জন্য।
হে স্বাধীনতা!
তোমাকে খুঁজেছি আমি সেই পলাশী যুদ্ধে,
তোমাকে খুঁজেছি বাংলার শেষ নবাব,
সিরাজ উদ্দোলার মাঝে,
শুধু একটি স্বাধীন দেশে চাই বলে,
শুধু মানুষের স্বাধীনতার জন্য।
হে স্বাধীনতা!
তুমি কোথায় ছিলে? হে স্বাধীনতা!
তুমি আসবে বলে এই বাংলার বুকে,
হাজার মানুষ করছে অধীর অপেক্ষা।
শুধু তোমার জন্য,
হে স্বাধীনতা।
জানি তুমি আসবে,
তোমাকে পেয়েছি নয় মাস যুদ্ধ করে।
ত্রিশ লক্ষ শহীদদের বিনিময়ে,
আজ তুমি ঠিকেই আসলে।
হে স্বাধীনতা! হে স্বাধীনতা!