আজ কোথায় সেই স্বাধীনতা?
যে স্বাধীনতা আনতে গিয়ে হাজার বছর পথ অতিক্রম করতে হয়েছে।
যে স্বাধীনতা পেতে একের পর এক আন্দোলন আর আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম, শ্রম, ঘাম ঝরাতে হয়েছে।
কোথায় সেই স্বাধীনতা?
যে স্বাধীনতা আনতে শত বছর শত সংগাম করতে হয়েছে শেষ।
পাড়ি দিতে হয়েছে শত বাঁধা বিপদ,
যে স্বাধীনতা আনতে দিতে হয়েছে হাজার হাজার প্রাণ।
রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়েছে একটি স্বাধীন দেশ।
যে স্বাধীনতা পেতে শত শত মা বোনের ইজ্জত, মান হানি হতে হয়েছে।
যে স্বাধীনতা আনতে গিয়ে বারবার জেল কাটতে হয়েছে,
কোথায় সেই স্বাধীনতা?
যে স্বাধীনতা পেতে গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাড়খার,
যে স্বাধীনতা পেতে লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেলাম।
যে স্বাধীনতা পেতে শত মায়ের সিঁথির সিঁদুর মুছে দিতে হয়েছে।
আজ কোথায় সেই স্বাধীনতা?
আজ দুর্নীতির কবলে পড়ে কোথাও স্বাধীনতা নেই, নেই মানবতা, নেই শ্রদ্ধা
শুধু টাকার দায়ে।