আমি কবিতা লিখি বলে লোকে করে মশকরা
রাস্তা ঘাটে আমায় অনেক কিছু বলে,
কিন্তু আমি তাতে কান দেই না
পাছে লোকে যা মন চায় বলতে থাকোক- তাতে আমার দোষ কি?
কিন্তু হে তারা কেন এসব নিয়ে সারা দিন রানার মতো কাজ করে।
কি বলব তাদের
কিছু বলার নাই। তাদের যা মন
চায় তা বলতে থাকোক।
আমি আমার কাজ চালিয়ে যাব,
তাদের কথা শুনে আমার লাভ নেই,
কিন্তু আমি তাদের এমন কি ক্ষতি করেছি,
যে আমার নামে বদনাম ছড়িয়ে বেড়াবে।
এই কি সমাজ, নাকি পরিবার,
কাদের দোষ দিব
ওহে মানব শুনো, মানব সভ্যতা নামে এক চাবি কাঠি আছে
যেথাই তোমরা সভ্য হতে পারবে।
যেথায় তোমার পরিচয় পাওয়া যাবে।