যবে আসি বাড়ি, যবে অসুস্থ হই, মা করেন সেবা,
মা জননী ছাড়া এই পৃথিবীতে আপন আছে কেবা।
মা আমার নয়নমণি, মা'ই যে আমার প্রাণ,
মাটির বুকে ছড়িয়ে আছে মায়ের সেবার ঘ্রাণ।
মা'ই যে আমার অতি আপন হয় না তুলনা,
যতই আমার হোক কষ্ট, তবুও মাকে ভুলবো না।  
গগন সম ভালোবাসা পাহাড় সমান দয়া,
যেমন তার ভালোবাসা বুকে তেমন মায়া।