মা

ছোট্ট একটি শব্দের ভিতর অনেক মধু আছে,
সন্তান যদি কোথাও যায় মা যে চায় কাছে।
এই দুনিয়ায় মায়ের সাথে হবে না তুলনা,
সেই মাকে তোমরা কেহই কবু ও ভুলনা।
মা মা বলে যখন মধুর সুরে ডাকো,
সেই মায়ের সাথে তোমরা সবে থাকো।