শৈশব বেলা কাজলা দিদি
বাঁধতো মাছি ঘর,
ঘরটা ছিল ঠিক কিন্তু
ছিলনা কোনো দর,
স্মৃতি থেকে হারিয়ে গেছে
বাঁধে না এখন আর,
সেই কালটা এখন বুঝি
হয়ে গেলো রে পার।