মাগো তুমি হলে জীবন যুদ্ধে এক বীর সৈনিক,
তুমি হার না মানা একজন সংগ্রামী।
মাগো তুমি হলে বিদ্রোহী, তুমি হলে সেই
জীবনের প্রথম রং তুলি।
মাগো তুমি হলে সেই কবির কবিতা, যে কবিতা বিশ্বের বিদ্রোহী।
তুমি হলে মা কবির সেই কলম, যে কলম কখনো থামার নয়,
তুমি হলে সেই কবি, যে কবি সত্যের কথা বলে, যে কবি অন্যায়ের বিরুদ্ধে লড়ে।
তুমি হলে সেই সৈনিক, যে দেশের জন্য জীবন দিতে কখনো দ্বিধাবোধ করেনা।
তুমি হলে সেই মানব, যে বিশ্ব ছেড়ে উঠেছে একা।
মাগো তুমি হলে সেই ছবি, যে ছবি লাগে না কোনো রং তুলি।
মা তুমি তো হলে সেই মাতা, যে তোমার আঁচলে ভরা মায়া।