মাকে ছেড়ে নেইতো ভালো আমার দুষ্ট  মন,
মন যে আমার কাঁদে মায়ের জন্য সারাক্ষণ।
মা যে আমার আসমানের একটি মাত্র চাঁদ,
সেই চাঁদের আলো ছাড়া পোহাবে না কবুও রাত।
নিঝুম আঁধার রাতে জ্বলতো মায়ের চেহারা,
সেই মাকে দিয়েছি হাজারো কতো পাহারা।
তোরা মোরে নিয়ে চল ঐ মায়ের কুলে,
নিয়ে যেতে তোরা যাস না কবুও ভুলে।