আজ মানবতা হারিয়ে গেছে নেই শ্রদ্ধা,
নেই সম্মান, নেই কোথাও মানবতা।
হারিয়ে গেছে সেই আগেরকার দিনের সভ্যতা।
এখন মানুষ হয়েছে গেছে ব্যলজ্জা, বেহায়া।
যেখানে প্রবীণদের দেখলে আগের মতো করে না শ্রদ্ধা, সম্মান,
কোথায় হারালো সেই সবকিছু,
তারজন্য কি সমাজ দায়ী, নাকি মানুষ
নাকি সময়ের প্রকৃতি।
সবকিছুই ঠিক আছে শুধু বদলে গেছে মানুষের স্বভাব।
পাঠালে তার তার চরিত্রের অভাব।