এই দুনিয়ার বুকে তুমি যতই বাঁধো অট্টালিকা,
সব তোমার পড়ে রবে ঘরটা হবে ফাঁকা।
এই দুনিয়া ছেড়ে তুমি বাঁধবে মাটির নীড়,
অন্ধকার কবরে তোমার প্রাণটা করবে অস্থির।
কেন তুমি বাঁধো হে মুমিন অট্টালিকার বাড়ি,
এই দুনিয়া ছেড়ে তুমি আঁধারে জমাবে পাড়ি।
যতই তুমি চাও সুখ দুনিয়া থাকার জায়গা নয়,
এই দুনিয়া ছাড়তে হবে মনে কি একবার লয়।