দেহের ঠিকানা মাটি হবে মাটির ঠিকানা দেহ,
মরলে তোমায় মাটি দিবে লবে খবর কেহ।
মাটির নীড়ে অন্ধকারে থাকবে শুয়ে একা,
অন্ধকার ও-ই কবরে তোমার কেউ করবে দেখা৷
সাড়ে তিন হাত মাটির ঘরে মাটি হবে বিছানা,
এই দুনিয়া নয়তো বাড়ি আসল মাটির ঠিকানা।
কীসের বাড়ি কীসের গাড়ি কে হবে কবর সাথী,
কে জ্বালাবে অন্ধকার ও-ই কবরের বাতি।