বাংলা মায়ের আচঁল ভরা দু খানি ,

আচঁল দিয়ে মুছে মা সারা মানি ।

বাংলা মায়ের এত দুঃখ শুনে ,

আচঁলের চোখ হাসে মনে মনে ।

সন্তান হারা কাদেঁ মায়ের আচঁল ,

মাটির সঙ্গে মিশে গেছে কাজল ।

দুঃখের হাসিতে মৃত্যু  হয় মায়ের ,

দরিদ্রের হাতে ছিল সব আয়ের ।

মায়ের মাটি আচঁল সব গুছে ,

সন্তানের সব কিছু দেখে মুছে ।

পৃথিবীতে মায়ের আচঁলের দাম ,

  সব কিছু হয়ে যায় শাম ।