না পাইলে একদিন যেন
আমার মায়ের দেখা
দূর হয় না কবুও
আমার মনের ব্যথা।
চারদিকে আসছে ঘনিয়ে
আমার চক্ষু আঁধার
কোনদিন জানি ছড়িয়ে যায়
মায়ের মৃত্যু সমাচার।