মাগো তোমার চেহারা খানি যায় না কবু ভুলা,
তোমার মুখখানি দেখার জন্য মন করে উতলা।
মাগো একদিন শুনবে তুমি তোমার পাগল নাই,
এই দুনিয়ায় তোমার ছেলের হবে না কবুও ঠাঁই।
মাগো তোমার চেহারা থেকে ঝরে মনি মুক্ত,
তোমার চেহারার সাথে যেন গো আমার থাকে সারা যুক্ত।
মাগো তোমার পাগল ছেলেকে নিয়ে যেও  সঙ্গে,
সারা জনম লেগে থাকে যেন তোমার হয়ে অঙ্গে।