মদিনারই বালু কণা আমার চেয়েও দামী,
রসুলের দেখানো পথে চললে হবে কামী।
মদিনাতে শুয়ে আছেন প্রিয়ারা রাসুল,
সকাল বিকাল বাগিচায় ফোটে যে ফুল।
তিনি হলেন রহমাতুল্লিল মদিনা বুলবুল।
সকাল বিকাল পাখপাখালি করে কলরব,
আল্লাহু, আল্লাহু করে আছে ধরা'র সব।