কি ভাবছো মন খারাপ তোমার
মন খারাপ করে কোনো লাভ নেই।
কেন? তোমার মন খারাপ
A+ পাওনি বলে,
তাতে কি সমস্যা
এতে মন খারাপের কিছু নেই।
মানুষের জীবনে কতো ঝড়ই আসে
তাতে ভেঙ্গে পড়লে চলবে না
তোমাকে সেই ঝড়ের সাথে সংগ্রাম করতে হবে।
এখন পাওনাই তাতে সমস্যা নেই
অন্য সময় পাবে।
সামনে ভালো করে পড়াশোনা করবে তবেই ভালো কিছু করতে পারবে।