তোমার কাতরে আজ আমার
বক্ষ মরুভূমি,
আমায় ছেড়ে সুখের নীড়
বাঁধলে কেন তুমি।
বুকটা আজ শুকিয়ে আমার
হ'য়ে গেছে চারকার,
তুমি বিনে দেহ আমার
করছে হাহাকার।
কি অপরাধ ছিল আমার
ছেড়ে গেলে তুমি,
তুমি বিনেই বুকটা আজ
শুধুই মরুভূমি।
কাঁদার মতো নেই চোখে জল
শুকিয়ে গেছে পানি,
তোমায় আমি ভালোবাসতাম
জানো না কতখানি।