মাগো জানি কত রাত্রি ধরে হয় না তোমার ঘুম,
রাতটা থম থম গ্রামটা আজ মনে হচ্ছে ভীষণ নিঝুম।
হাসপাতালে হয় না ঘুম কেমনে কাটাও রাত,
আর কত কাল থাকবে গো মা হয় না কী প্রভাত?
তোমার ছেলে হবে ভালো আর কিছু দিন পর,
ভয় করে গো মা মরে যাই বক্ষ করে থর থর।
এমন জীবন কারোও জন্য হয় না যেন কবুও,
তোমার ছেলের জন্য মাগো বেঁচে থাকবে তবুও।


ঢাকা, শ্যামলী
পঙ্গু হাসপাতাল
২১/৭/২৩
১১.৩০ মিনিট (রাত)
৭তলা B.২
G.৮৪৩