দুটি পাখি সুন্দর করে বাঁধে সুখের নীড়,
একটি পাখির বুকে শিকারী মারলো তীর।
একটি পাখি আসে নাতো তাদের নিজ নীড়ে,
আরেকটি পাখি অপেক্ষা করে সে আসবে ফিরে।
এত কষ্টের বাঁধা বাসা ভেঙ্গে দিয়েছে ঝড়ে,
আর বুঝি গো হবে সুখ এই জীবনের তরে।
একটু সুখের খানি পেতে হারালো সখীর প্রাণ,
একটির জন্য আরেকটির বুঝি ছিল মায়ার টান।