জাম গাছ থেকে পড়ে গিয়ে ভেঙ্গে গেছে মাজা,
এটাই ভাগ্যে  তার লেখা ছিল বুঝি তব সাজা।
মাজা থেকে অবস সব নাড়া চাড়া নাই করে,
কলিজা সবার ভেঙ্গে যায় বুঝি কবে যায় মরে।
দরাদরি করে তারে আনে পল্লী মায়ের ঘরে,
পৃথিবীর যত সব আছে দুঃখ কষ্ট তারে একা ধরে।
রাত থম থম করে আসে নাতো একবার ঘুম,
চারদিকে ঘনিয়ে আসছে কালো রাত নিঝুম।
জোনাকি মেয়েরা সারা রাত জ্বালিয়ে দেয় আলো,
রোগন ছেলে মায়ের কথায় কত যেন বেশে ভালো।
রোগন ছেলের মাথায় যখন ভুলায় হাত,
ছেলে কয় মারে এখনো হয়নি প্রভাত।
মা কয় বাবারে ঘুমাতো চুপটি করে একটিবার,
ঘুম যে আসেনা মা কি করি যে আমি আর।