আমি পল্লী গায়ের পল্লী মেয়ে থাকি অনেক সুখে,
মানুষের সঙ্গে মানুষ করে বিপদ আপদ দুঃখে।
ফুল পাখিদের কথা বলি খেলি সারা বেলা,
তারা আমার সঙ্গে কবুও করে অবহেলা।
এক গ্রাম থেকে অন্য গায়ে ঘুরে ফিরে বেড়াই,
সবার সাথে কথা হলে বলি সন্ধ্যা চড়াই।
পুকুর পাড়ে নীল যমুনায় সূর্য ডুবু ডুবু করে,
সন্ধ্যা হলে মা বাবা ডাকে খুকী ফির ঘরে।