সব জেলারও রানী আমার নেত্রকোনা জেলা,
সেই জেলাকে কবুও মানুষ করে না অবহেলা।
সবুজ শ্যামল জেলা আমার প্রকৃতির নেই শেষ,
একেক ঋতু একেক সময় সৃষ্টি করে মনোরম পরিবেশ।
মাছের জন্য বিখ্যাত আর বালিশ মিষ্টির জন্য,
এই জেলাতে জন্ম হয়ে ধন্য জীবন ধন্য।
প্রকৃতিরই রানী হলো নেত্রকোনা জেলা,
এই জেলাতে জমে ওঠে হাজার রকম খেলা।
এই জেলাতে শুয়ে আছেন শাহ সুলতান রুমি,
সোনার চেয়ে দামী হলো নেত্রকোনার ভূমি।