প্রেম বাগিচার ফুল গো তুমি
তুলি প্রেম ফুল
আমায় ভাল বাসতে যেন
না হয় তোমার ভুল।
আসব আমি ভ্রমর হয়ে
ফুলের সুভাস পেয়ে
ফুলের সুভাস পরে তোমার
দিকে আছে চেয়ে।