সামনে আসছে দুঃখের দিন,
বর্তমানে যুগ এসেছে এমন এক যুগ,
যেখানে মানুষ হয়ে পড়েছে অলস।
যতই দিন যাচ্ছে ততই অলসের পথে ধাবিত হচ্ছে।
মানুষের কাজ কর্মকে নষ্ট করে দিয়েছে এই বর্তমানের যুগ।
যেখানে মানুষ কাজ কাম করে একটু বিশ্রাম নিতে পারতো না কাজের জন্য,
আজ সেখানে মানুষ জাতি বড়ো অলস হয়ে পড়েছে।
যতই নব নব প্রযুক্তি বের হচ্ছে ততই মানুষ অলস হয়ে পড়তে শিখেছে।
হয়তো এখন না হয় শত বছর পর হলেও মানুষ এক অলস জাতিতে পরিণত হবে।
পৃথিবীটা এখন অলস মুখি হয়ে হাঁটছে।