কবিদের কেমন হওয়া উচিত, সেটা আমিও জানি না।
তবে যতটুকু জানি,
একজন কবিকে হবে চিন্তাশীল, গবেষক, প্রকৃতি প্রেমি।
কারণ কবিতা লিখতে হলে কবিকে হতে হবে মানুষ প্রেমি।
একজন মানুষের দুঃখ কষ্ট কবির মাঝে বিরাজমান করতে হবে,
তার কাব্যে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে তার কবিতায়।
প্রকৃতির সঙ্গে দারুণ ভাবে গবেষণা বা প্রেমিক হতে হবে।