দেখো দানব,
আমি এক অগ্নি মানব।
আমি এক পল্লী মায়ের সন্তান,
ছেলে হারা বিটে ছাড়া তাদের আমি বাসস্থান।
মাটির গর্ভ পেটা এক অগ্নি পুরুষ  করিনা মাথা নত,
করিনা আমি শিহরণ আসুক বাঁধা যত।
আমি বিদ্রোহী, আমি অন্যায়ের জম,
আসুক যত বাঁধা ধ্বংস হবে দোষ মন।
আমি ধুমকেতু, আমি প্রতিবাদী, করি আমি সংঘর্ষ,
আমি বিজলীর মতো শত্রুদের করি ধ্বংস।
শোন দানব
করিস না আমায় তান্ডব।
আমি হর্যক্ষের মতো দেই গর্জন,
শত্রুরা করোক না যতো শক্তি অর্জন।
আমি ধ্বংস, আমি টনেডো করি শত্রু বিলাস,
আমার সামনে শত্রুকে ফেলতে দেই না  নিঃশ্বাস।
আমি বাংলার বুকে পেটে ওঠা এক মানব ,
আমার সামনে দাড়াতে সাহস পায়না  দানব।
যারা মিলে এই সমাজে করে অপরাধ,
বাংলার বুক জুড়ে করি আমি প্রতিবাদ।