প্রথম দেখায় তোমায় লেগেছে খুব ভালো,
তুমি যদি হও আমার ঘরে জ্বলবে আলো।
প্রেম পত্র দিলাম তোমায় পড়িও একবার,
সেই চিঠি পড়তে ভালো লাগবে বার বার।