খোকা নামে একটি ছেলে জন্ম নিল শেখ পরিবারে,
সেই ছেলেটি ধীরে ধীরে বড় হতে থাকে আর অন্য দিকে দেশের মানুষদের কথা
ভাবতে লাগে,
কিভাবে দেশের মানুষদের মুক্তি দেওয়া যায়,
কিভাবে স্বাধীনতা পাবে মানুষ, যেখানে তারা নিজেদের ইচ্ছে মতো চলতে পারে।
সেই নিয়ে ভাবেন সেই শেখ পরিবারের খোকা।
এভাবে একের পর এক দিন গেলো,
যখন রাজনৈতিক জীবনে চলতে থাকে,
সেই সাথে ফিরে ফেলো নতুন এক জীবন,
মানুষদের দুঃখ কষ্টের কথা ভাবতে গিয়ে তা বাস্তবায়ন করতে গিয়ে বারবার জেল
কাটতে হয়েছে তাঁর।
তিনি আর কেউ নন,
তিনি আমাদের জাতির শ্রেষ্ট বাঙালি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যাকে পনেরো আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়।
সেই কালো রাত্রিটি বাঙালিদের একটি কালো রাত।