সাজ আকাশে উঠেছে আজ খোকার রঙিন ঘুড়ি,
হাতের নাঠাই ধরতে গিয়ে ছিঁড়ে গেছে দড়ি,
খোকা খুকী মিলে উড়াচ্ছে নানান ঘুড়ি,
একটি ঘুড়ি ছিঁড়ে গিয়ে পড়েছে মাথায় বুড়ি৷
রঙিন ঘুড়ি উড়েছে আজ নামবে না আর,
সন্ধ্যা হতেই মারলো টান ঘুড়ি তুমি কার।
এদিক ওদিক খায় ঘুট পড়বে না সে মাঠে,
সন্ধ্যা হতেই ছুটে খোকা খুকী নিজ বাটে।