স্বাধীন এই বাংলাদেশ
হয়েছে রক্তে লেখা,
স্বাধীন দেশের পতাকা
হয়েছে রক্তে আঁকা।