রমজান এলো আবার ঘুরে
রাখবে সবাই রোজা,
রোজা রাখলে সর্বদায়
দিল থাকবে তাজা,
মুমিন মুসলিম সবাই মিলে
পড়বে তারাবি নামাজ,
রোজার ফলে মুসলিম গণ
গড়বে নব সমাজ।