রাজার সন্তান রাজা হচ্ছে, প্রজার ছেলে প্রজা,
স্বাধীন দেশের নিরীহ মানুষের হচ্ছে কেন সাজা।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা দেশটা আমার স্বাধীন,
স্বাধীনতা পেলাম না স্বাধীন করে পেলাম শুধুই পরাধীন।
রাস্তা ঘাটে মরছে দেখো স্বাধীন মুক্ত দেশে,
সমাজটা আজ চুষে খাচ্ছে মুখোশধারী বেশে।
পথ প্রান্তরে মরছে যে আজ অনাহারী হয়ে,
সেই সব দৃশ্য স্বাধীন দেশে কে দেখে বা চেয়ে।
বুকটা পুলে মুখটা খোলে বলতে পারে না ডরে,
স্বাধীন দেশে পেলাম না কিছুই দেশটা স্বাধীন হয়ে।