তেইশ বছর রেখে ছিল বাঙালিদের গোলাম পশ্চিম পাকিস্তানীরা,
অত্যাচার,নির্যাতন, শোষণ থেকে মুক্তি পেতে ডাক দিল মুক্তিযুদ্ধ।
তেইশ বছরের ইতিহাস খুঁজলে দেখা যায় বাঙালিদের এমন কোনো শোষণ
করে নাই পাকিস্তানিরা,
কি দোষ করেছিল এই বাংলার নিরীহ মানুষেরা,
কেন তাঁদের উপর ছিল এত অত্যাচার, নির্যাতন, এত শোষণ ?
কেন তাদের নিবিড়ভাবে গুলি করে হত্যা করা হতো,
কি দোষ করেছিল বাঙালিরা।
কি দোষ ছিল তাদের,
আজ সেই শোষণ সইতে না পেরে ডাক দিল স্বাধীনতা,
শুরু হল মুক্তিযুদ্ধ ,
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ছিনিয়ে আনলো স্বাধীনতা।
ত্রিশ লক্ষ শহীদদের বিনিময়ে পেলাম একটি স্বাধীন রাষ্ট্র।
সেই দিন টি ছিল ষোল ডিসেম্বর।