শান্তি নেই এই মনে কোথায় গেলে পাই,
কষ্টে কষ্টে জীবন গেল শান্তি কোথাও নাই ।
হায় রে জীবন হায় রে কষ্ট তবুও করিস কাজ,
শান্তি কষ্ট খুঁজতে গেলে কে করিবে রোজগার।