সেই রাত
জাকিরুল চৌধুরী


মার্চের সেই রাতটি বাঙালির বক্ষে একটি কষ্টের রাত।
পাকিস্তানের শত্রুদের সামনে বাঙালিরা নিজের জীবন ধরে দেয়।
সেই রাত কখনো ভুলার নয়।
সেই রাতে ঝরে ছিল হাজার বাঙালির রক্ত,
সেই রক্তে রাজ পথে বন্যার মতো ভেসে ছিল সেই দিন।
সেই রাতে হাজার মায়ের অশ্রু ঝড়ে ছিল।
সেই কথা ভুলার নয়।