আমি এক অগ্নি পুরুষ,
যে দিক দিয়ে হাঁটি, সেই দিকে চারকার করে দেই,
আমি হলাম সেই অগ্নিবীণা আর বিশেষের বাঁশি।
তাই বলছি ছেড়ে দাও সেই রাস্তা,
যে রাস্তা দিয়ে আমার দৈনিক হয় হাটা চলা,
আমার রাস্তা যতো দাও না কেন কাটা আর লোহার বেড়া,
ভেঙ্গে ফেলবো সেই সব।
আমি হলাম কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
হলাম আমি নজরুলের ধুমকেতুর কবিতা।
তাই বলছি ছেড়ে দাও রাস্তা।
যে পথে আমি চলি।
জেগে উঠবে আজ নজরুলের মতো হাতে ধরা এক কলম সৈনিক।
তাই বলছি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও,
তা না হলে ঘূর্ণিঝড় আর টনেডোর মতো উড়িয়ে দেব, সেই সব পথ বাঁধার যন্ত্র গুলো।