একুশ আমার শহীদ দিবস রক্তে লেখা দিন,
তাদের কাছে বাংলার মানুষ হয়েছে চির ঋণ।
যাদের তরে পেলাম মোরা একটি স্বাধীন দেশ,
সেই দেশে আজ নারীরা উড়ায় মুক্ত কেশ।
স্বাধীন আমার দেশটা হলো একটু তুমি এলে,
রক্তে মাখা সূর্য আমার পুরব আকাশে হেলে।
একুশ তুমি এলে যবে শহীদ দিবস নিয়ে,
রক্তে মাখা তোমার গান গাইছে পাখি টিয়ে।