শহর জীবন বন্ধীর জীবন জানতাম না আগে,
মন চায় না হেথায় থাকতে জেলের মতো লাগে।
হায় রে জীবন হায় রে শহর ক্যামনে থাকে লোকে,
শহর জীবন কষ্টের জীবন জমে আছে বুকে।
ক্যামনে থাকে শহর লোক ক্যামনে কাটায় জীবন,
আর কিছু দিন থাকলে মনে হয় হয়ে যাবে মরণ।