আজ সত্যিই নিজেকে নিঃস্ব মনে হচ্ছে,
আজ যদি গ্রামে থাকতাম তাহলে বসন্ত বুঝতে পারতাম।
শহরে নেই কোনো বসন্তের আমেজ,
শহরে নেই কোকিলের ডাক, নেই শিমুল ফুলের সুভাস,
নেই পুবালি মৃদু হাওয়া, নেই গাছে গাছে পাখির কিচিরমিচির।
হায়রে আমার শহর বাসন্তী,
নেই শিমুল ফুলে সাথে পাখিদের খেলা ধুলা,
আমি দেখতে পাইনা সেই পল্লীর বসন্তকাল,
শহরের মানুষ পায় দেখতে সেই বসন্তের রূপ।