হাওর এলাকার সন্তান আমি থাকি হাওর মাঠে,
জীবন আমার চলে তবুও হাওর বাওর ঘাটে।
সবুজ শ্যামল হাওর আমার নেইতো মাঠের শেষ,
রোজ বিকেলে গড়ে ওঠে সোনালী পরিবেশ।
লাঙল কাঁধে কৃষক চলে হাওর মাঠের দিকে,
কৃষকের ছেলে কৃষক হতে বাবার কাছেই শিখে।
সবুজ শ্যামল হাওর আমার মন ভুলানো সুর,
সোনালী ফসল দেখে কৃষকের কষ্ট হয় দূর।