এখন তো আর ডাক পড়ে না সেই  শৈশবের মতো,
শৈশব বেলা যত খেলা, খেলেছি আমরা যতো।
সেই পরন্ত বিকেল, সেই দিন, আসে শৈশবের ডাক,
বারবার ডাকি সেই শৈশবের দিন আবার এসে যাক।
কানামাছি, গোল্লা ছুট, ঘাস দৌড় হয়না এখন খেলা,
খেলার জন্য চলে যেতাম মাঠে রোজ বিকেল বেলা।
হাডুডু, কাবাডি, আরও নানান খেলা খেলতাম মোরা,
কচুরিপানা দিয়ে বানাতাম পুতুল, আর সুন্দর ঘোড়া।
কলা গাছের খোল দিয়ে বানাতাম দাঁড়ি পাল্লা,
মিছেমিছি ঘুরতাম আর বলতাম উঠেছি দোল্লা।
শৈশবের সেই ডাক বুঝি এখনো কানে দিছে সাড়া,
সব্বাই এখন হয়েছে বড়ো ডাকবে আবার কারা?