সমাজ চুষে খাচ্ছে তাদের বিচার হয় না,
টাকার কাছে হেরে গেছে আইন কোথাও নেই।
উকিল বাবুর পকেট ভরা টাকাই টাকা টাকা,
তার শরীরে ভরে গেছে হারামের সেই চাকা।
সত্যি বিচার পায় না গরীব ধনীর কাছে হেরে,
টাকার পিছনে ঘোরে তারা সমাজ চুষে খেয়ে।
টাকা থাকলে হয় না জ্ঞানী হয় না কভু মানুষ,
বিশাল বড়ো অট্টালিকা গরীবের রক্তে গড়া।