আবর ক্লান্ত রজনী হয়েছে দূর,
হেথায় এখন জ্বলে দ্বীনের নূর।
যে নবীর স্পর্শে হয়েছে সোনার পরি,
বিশ্বে জুড়ে বাইছে মুসলিম দ্বীনের তরী।
নুরের আলো ছড়িয়ে গেছে বিশ্ব বাসীর কাছে,
এই দুনিয়ার বুকে যতো মুমিন মুসলমান আছে।
জাহিলিয়া হয়ে দূর জ্বলছে নুরের আলো,
সব থেকে তাই আজ দুনিয়াটা বেশ ভালো।