বৈশাখ মাসে
আকাশ জুড়ে হয়
ধানের খেলা,


জসঠি মাসে
কৃষাণ মুখে ফোটে
সোনালী হাসি,


আষাঢ় মাসে
বৃষ্টির পানি ভাসে
হাওর জলে,


শ্রাবণ মাসে
আকাশ জুড়ে সাদা
মেঘের খেলা,


ভারদ মাসে
জল শুকিয়ে যায়
হাওর থেকে,


আশ্বিন মাসে
ধান রোপন করে
কৃষক ক্ষেতে,


কার্তিক মাসে
রাখাল ছেলে গরু
মাঠে ছড়ায়,


অগ্রহা মাসে
আমান ধান দেখে
কৃষক হাসে,


পৌষের মাসে
শীত কালে বানায়
অনেক পিঠা,


মাঘের শীতে
কুয়াশা চাদরের
ঢাকা শহর,